kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rjsken – unstoppable كلمات اغاني

Loading...

(chorus)
ছিলো না goal, এখন আছে তাই শান্ত কেবল
হয়ে বুঝছি কেন হচ্ছি দিন দিন unstoppable
ছিলো না goal, এখন আছে তাই শান্ত কেবল
হয়ে বুঝছি কেন হচ্ছি দিন দিন unstoppable

(verse 1)
সবাইকে নিজের মতো ভাবা বোকামি
যখন বুঝলাম আমি
মানুষের উপর তখন উঠল ভরসা finally
“সৌখিন তুমি সুধরে যাও নাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার”
শুনে বলি “bro, who the f_ck you are!”
manners নাই আমার? oh, তাই নাকি!
how the f_ck did you expect যে
শুধরাবো আমি, are you high, bro?
মাগনায় লোকে এতো রায়_আনে যেন তা
প্রথম নাম আমার, তো

বল তোর বল দুর্বল লাগে কেন আমার মুখের বোল প্রবল বেগে shoaib akhtar যেমনে bowl করে
goal আছে তাই control করি ball
but i’m not lm10
ball pen থাকে হাতে
bars shoot করি তা দিয়ে
when i’m feeling like eminem
আমি জানি আমি কি, ভাই তুই জানিস না তাই জ্ঞান f_ck করিস না please
তোর ভর আছে বেগ নাই f দিবো কেন?
physics তো পড়িস না (ইসস্)

lyrics যেন বিমান মাথার উপর দিয়ে যায়
flow করে glow আর echo বাজে কানে
কে জানে beat ও বাজে গানে যেটা নিজের হাতে বানাই
low তুমি high আমি তাই থাকো সাবধানে

আনন্দ_যন্ত্রণা চলবে যতক্ষণ পর্যন্ত না হ্রদ স্পন্দন বন্ধ হয়
ভন্ডের জন্য অন্ধ হয় সবাই, নাম গন্ধটাই কে পায়?
উপায় তো নাই এতো জেদ আমার কেনো
বুঝি না
mood off নাকি on কি তা জানি না
মন বলে করতে তাই কিছুতে থামি না
নিজেই employee নিজেই boss আমি
নিজেরই শুনবো, তুই দরকারি না
উপরে চড়তে হাত পিছলে পড়ে যাই
i mean মই বাঁশের তেল ভরা
still motivated সফলতা অর্জনে কারণ জানি কতটা জরুরি fail করা

(chorus 2)
ওরা ফিরে আসবে ঠিক আমার famous হওয়ার পর
ফিরে আসা জিনিস হবে তখন none acceptable
ছিলো না goal, এখন আছে তাই শান্ত কেবল
when i start i become the unstoppable

(verse 2)
do you know rjsken?
i know him well
যে bd hip_hop এর scene করবে change
ভরসা দিই কারন আছে confidence
respect না দিলে covid আমি, keep distance

ভালো হওয়ার drama series on করে fakе image নিয়ে সাধু হওয়ার ঢং করে fb তে filter এ থোবড়া টা xoss হয়ে লাভ নাই যদি চরিত্রে জং ধরে

কেন আমার senior rappеrs রা আমার চেয়ে wack
জানি দেশে নাই hip hop এর পরিচিতি
let me change that, track দিবো back to back, কষ্ট(cos2) দিতে আসছি যেন ত্রিকোণমিতি
আমি যেন সৃজনশীল প্রশ্ন
সময়ে শেষ করা বড়ই কষ্টসাধ্য
আমি যে এমন এটা কারোর দোষ নয়
উপরওয়ালার উপহার গ্রহণে বাধ্য
oh wait, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে
আপনে কি পটাসিয়াম? কারন জানি আপনে কে [k] (huh?)
নিজে কখনো পারেনি তাই আমাকে বলতে আসছে ‘তোমার দ্বারা হবে না’
ভালো চাওয়া পারে, ভালো বলা পারে, ভালো করা সাধ্যে নাই
যার খাই পড়ি না মানি না তার যত নিষেধ
তাও যদি না বুঝিস মারা খা যা
হিন্দিতে ”vag bsdk!”

(chorus 3)
ছিলো না goal, এখন আছে তাই শান্ত কেবল
হয়ে বুঝছি কেন হচ্ছি দিন দিন unstoppable
ছিলো না goal, এখন আছে তাই শান্ত কেবল
when i start i become the unstoppable

(verse 3)
তোদের formalities আমার এতো boring লাগতেছে
মনে হচ্ছে কেউ বন্ধ করে দিছে wi_fi আজ
কথা কম কই যেন কাজ বেশি হয়
gand ফাটবে দেই যদি reply by chance

গানে যা বলি আমি বাস্তবেও তাই
পকেট ফাঁকা থাকলে বাঁকা আমার life হবে, ভাই
বাপের টাকায় addidas ও addibas হয়ে যায়
so, নিজেকে ছাড়া অন্যের উপর trust করি নাই

ভাব নেয় যেন সে elisabeth কিন্তু নাই সে আমার কোনো vision এ
নিজেকে বলি এতদিন ভালো থাকে কি কাজ হলো?
নরম হয়ে ঠকছি প্রতিদানে

তারা কি জানে কি লেখা আছে হিসাবে
কোন season এ কি ফল পাবো return_ এ
অতীত টা কে mistake ভাবে শিক্ষা নিই যেন future এর history ‘rjsken’ নামে লেখা হয়

life এর গল্প না hide করি
তাই fake সব কথা side করি
i hate talk to advisory
একটা_ই জেদ যেন যোগ্যতায় চলি

كلمات أغنية عشوائية

اهم الاغاني لهذا الاسبوع

Loading...