kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kabir suman – john henry كلمات اغاني

Loading...

[verse 1]
উনিশ শতক, আমেরিকা, ট্রেন লাইন হচ্ছে পাতা
পাহাড় ফাটিয়ে টানেল বানাবে সাহেব কর্মদাতা
কর্মীরা সব জেলের কয়েদি, কাজেই মাইনে নেই
বিনা দোষে জেলে আটক নিগ্রো শ্রমিক মাগনাতেই

[chorus]
নিগ্রো শ্রমিক মাগনাতেই
নিগ্রো শ্রমিক মাগনাতেই

[verse 2]
পূর্ব পুরুষ ক্রীতদাস ছিল, দাসপ্রথা নেই আর
আছে বিনা দোষে কালোদের জেলে ঢোকানোর কারবার
তারাই বসালো রেলের লাইন, গাঁইতি_হাতুড়ি ধরে
জন উইলিয়াম হেনরিও ছিল কয়েদি পোশাক পড়ে

[chorus]
জন উইলিয়াম হেনরি
জন উইলিয়াম হেনরি

[verse 3]
বিশাল চেহারা, হাতুড়ির ঘায়ে চৌচির হয় সব
জন হেনরির হাতুড়িতে ভাঙে ভাঙা যা অসম্ভব
ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে টানেল বানাবে কারা?
হাতুড়ির ঘায়ে ড্রিল বসানোর তাগদ ধরেছে যারা

[chorus]
যারা, তাগদ ধরেছে যারা
যারা, তাগদ ধরেছে যারা

[verse 4]
জন হেনরির একটি মারেই ড্রিল ঢুকে যায় সোজা
কালো মানুষের মেহনত টানে সাদা মানুষের বোঝা
বাষ্পচালিত রেল এলো যেই জন হেনরির জ্বালা
আমি আছি সেই হাতুড়িতে, তোরা তোদের যন্ত্র চালা

[chorus]
জন হেনরির হাতুড়ি
জন হেনরির হাতুড়ি

[verse 5]
যন্ত্রে_মানুষে লড়াই চললো, হেনরির হলো জয়
এত মেহনত শরীরে সয় না, জিতেও মরতে হয়
জন হেনরিরা মরেও মরে না, গানে গানে থেকে যায়
কান পেতে শোনো, হাতুড়ি এখনও শ্রমিকের গান গায়

[chorus]
গায়, শ্রমিকের গান গায়
জন হেনরির গান গায়
গায়, শ্রমিকের গান গায়
জন হেনরির গান গায়

كلمات أغنية عشوائية

اهم الاغاني لهذا الاسبوع

Loading...