
zunayed evan - charpoka كلمات أغنية
Loading...
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ
আয়নাতে চোখ ছোঁয়
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা
আমার ভাললাগা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
তবু ভয় হয়, মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয়, মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভালোলাগা
আমার ভালোবাসা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
كلمات أغنية عشوائية
- nathaniel paul - the crown كلمات أغنية
- adam tease - satisfaction كلمات أغنية
- loui2 - mangiando pesce a pozzuoli كلمات أغنية
- loose buttons - milk & roses كلمات أغنية
- kvng papie - story of my lofe كلمات أغنية
- hezza fezza - sweet spot كلمات أغنية
- crowe boys - simple truth كلمات أغنية
- mr.kitty - angels كلمات أغنية
- nordsalad - отцифровал себя (digitized myself) كلمات أغنية
- orrionn - brat كلمات أغنية