zunayed evan - charpoka كلمات الأغنية
Loading...
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ
আয়নাতে চোখ ছোঁয়
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা
আমার ভাললাগা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
তবু ভয় হয়, মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয়, মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভালোলাগা
আমার ভালোবাসা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
كلمات أغنية عشوائية
- steven jo - i'm so gone (feat. aramis) كلمات الأغنية
- charles hamilton - hyperspeed كلمات الأغنية
- brian fresco - circumstances كلمات الأغنية
- eric kxng - boston city dreams كلمات الأغنية
- safi & spreej - voor u كلمات الأغنية
- profjam - viciada كلمات الأغنية
- gatos locos - cuentame algo mas de ti كلمات الأغنية
- l-likmem كلمات الأغنية
- mansions (rock) - la dentista كلمات الأغنية
- vimes - upstairs كلمات الأغنية