kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ziaur rahman featuring kanak aditya - পারাপার | parapar كلمات الأغنية

Loading...

যতদূর পারাপার কোথাও নেই
নেই তাই বিষাদের ঠিকানায় শুধুই রঙ মেখে যাই পালাই খুব
স্বপ্নের খাতায় সব সব চুপ
চোখে চোখেই এইখানেই হোক
কতকাল আর হৃদয়ের জমাট বাঁধা শোক
ভালোবাসায় সমুদ্র চোখ
বৃষ্টির চুম্বন মেখে রংধনু হোক নিষ্প্রাণ এই সন্ধ্যায়

স্বপ্নের পারাপার জোছনার আকাশের চেয়েও নীল – নীল – নীল
হৃদয়ের আকাশে উড়ে যাক স্বপ্নের শত গাংচিল।
বেদনার অভিধান অভিমানী সমুদ্রের চেয়েও নীল – নীল _ নীল
তোমাদের আকাশে উড়ে যাক স্বপ্নের শত গাংচিল।

কোথায়_
দূর সীমানায়
কোন মুক্ত ডানায়
কিছু স্বপ্ন হারিয়ে যায়।
তবু_
ঝাপসা চোখে
ওরা অন্ধ বুকে
তাজা নিঃশ্বাস ভালবাসায়

বেপোরোয়া উত্তাল ঢেউ
ছায়া ছায়া ভবঘুরে কেউ
দেখেশুনে উড়ে যাবে একঝাক গাংচিল নিষ্প্রাণ এই সন্ধ্যায়
স্বপ্নের পারাপার জোছনার আকাশের চেয়েও নীল – নীল – নীল
হৃদয়ের আকাশে উড়ে যাক স্বপ্নের শত গাংচিল।
বেদনার অভিধান অভিমানী সমুদ্রের চেয়েও নীল – নীল _ নীল
তোমাদের আকাশে উড়ে যাক স্বপ্নের শত গাংচিল।

যতদূর পারাপার পালাই
হৃদয়ে অসহায় বনসাই
এই নির্বাক সন্ধ্যায়
শংখনীল সীমানা।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...