
zeenia deb roy - amar shokol rosher dhhara كلمات أغنية
Loading...
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা ॥
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা
আমার সকল রসের ধারা ।।
জীবন জুড়ে লাগুক পরশ,
ভুবন ব্যেপে জাগুক হরষ,
জীবন জুড়ে লাগুক পরশ,
ভুবন ব্যেপে জাগুক হরষ ।
তোমার রূপে মরুক ডুবে,
আমার দুটি আঁখিতারা ॥
আমার সকল রসের ধারা
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার ॥
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার
ছড়িয়ে-পড়া আশাগুলি
কুড়িয়ে তুমিদ লও গো তুলি
গলার হারে দোলাও তারে
ছড়িয়ে-পড়া আশাগুলি
কুড়িয়ে তুমিদ লও গো তুলি
গাঁথা তোমার ক’রে সারা ॥
كلمات أغنية عشوائية
- keithian - go bae كلمات أغنية
- twelve'len - lets stay (album version) كلمات أغنية
- vance gilbert - no one can love you like mary كلمات أغنية
- nocpr - predawn hour كلمات أغنية
- omar cerén - al despertar كلمات أغنية
- sj mcdonald - stop sending me love songs كلمات أغنية
- josipa lisac - i mama mi je rekla to كلمات أغنية
- anabela duarte - és tão lesto a escutar (meia-noite) كلمات أغنية
- jue (주애) (kor) - i like a morning with you (같이 맞는 아침이 난 좋아) كلمات أغنية
- scuttlefuzz - dog ears كلمات أغنية