
zayem - pressure كلمات أغنية
[intro]
zayem!
sw sh_t man, huh!
yeah, yeah, mmm_hmm
[chorus]
মাথা ভরা pressure আমার খাতা ভরা treasure
ভাই_ব্রাদার মাইপা রাখে body bag_এর measure
love for my street বুকে লয় with pleasure
কেউ টানে পরিবারের বোঝা কেউ টানে নেশার
অনেক কিছু আছে শিখার, street আমার teacher
এনে হওয়ার থেকা বেকার you better pull the trigger
[verse 1]
হ, টানি carbon
কয়লার মধ্য থেইকা বাইর হইছি diamond
আমার গল্তেলি আমার মতো উঠছে কয়জন
hustlers’ diary’র প্রথম পৃষ্ঠার থেকা vibe লন
24/7 ঢাকা city থাকে ব্যস্ত
কার আছে time শোনার আমার না বলা গল্প
এই শহর সব কিছু দেইখাও থাকে অন্ধ
ছুইটা বেড়ায় যেইদিকে পায় ট্যাকার গন্ধ
মা কয়, “আগে কি সুন্দর কাটাইতি সবার লগে খুশি বাইট্টা
কি হইছে তর কেন থাকোস তুই চুপ কইরা থাইকা?
আয়, আমার কোলেতে মাথা রাইখা
হাত বুলায় দেই মাথায়, মনডা কর হালকা কাইন্দা”
খোদা ছাড়া আমার মনের কথা কেউ জানবো না
আমি কান্দা শুরু করলে থামমু না রে মা
শহর শুনবো চিৎকার, কষ্ট কেউ শুনবো না
দুনিয়া তর মতো আমার চোখ মুছবো না
কেউ সুখী না
তাই সুখ টানি সবাই সুখ খুজে
না আমি বুঝি না
কই পামু যে আমারে বুঝে?
oh_oh_oh
[chorus]
মাথা ভরা pressure আমার খাতা ভরা treasure
ভাই_ব্রাদার মাইপা রাখে body bag_এর measure
love for my street বুকে লয় with pleasure
কেউ টানে পরিবারের বোঝা কেউ টানে নেশার
অনেক কিছু আছে শিখার, street আমার teacher
এনে হওয়ার থেকা বেকার you better pull the trigger
মাথা ভরা pressure আমার খাতা ভরা treasure
ভাই_ব্রাদার মাইপা রাখে body bag_এর measure
love for my street বুকে লয় with pleasure
কেউ টানে পরিবারের বোঝা কেউ টানে নেশার
অনেক কিছু আছে শিখার, street আমার teacher
এনে হওয়ার থেকা বেকার you better pull the trigger
[verse 2]
ভাই_ব্রাদার পড়লে বিপদে কখনো একা ছাড়ি নাই
তোর মতো নাম কইয়া ফাসাইয়া চিপা দিয়া ফাটি নাই
তোর যেদিন পিট ঠেকছে দেওয়ালে আমি কি বুক পাতি নাই?
তোর লাগছে যার লগে ওরে কি আমি মারি নাই?
তাও আমার hood কইবো আমি আর আগের বারি নাই
ভালোবাসা বদলায় হিংসাতে আমি আগে ভাবি নাই
পেটে অনেক খুদা থাকলেও অন্যের থালে চাটা মারি নাই
জুতায় ফুটা থাকলেও আমি কখনো হাঁটা ছাড়ি নাই
[bridge]
b_tch আমরা concrete_এ গোলাপ
কিয়ের pain maryjane করলে roll up
উড়ি আসমানে আর আমার নিচে ঠোলা
আর আমার কলম এর ভিতরে যাদুটোনা
b_tch আমরা concrete_এ গোলাপ
কিয়ের pain maryjane করলে roll up
উড়ি আসমানে আর আমার নিচে ঠোলা
আর আমার কলম এর ভিতরে যাদুটোনা
[chorus]
মাথা ভরা pressure আমার খাতা ভরা treasure
ভাই_ব্রাদার মাইপা রাখে body bag_এর measure
love for my street বুকে লয় with pleasure
কেউ টানে পরিবারের বোঝা কেউ টানে নেশার
অনেক কিছু আছে শিখার, street আমার teacher
এনে হওয়ার থেকা বেকার you better pull the trigger
মাথা ভরা pressure আমার খাতা ভরা treasure
ভাই_ব্রাদার মাইপা রাখে body bag_এর measure
love for my street বুকে লয় with pleasure
কেউ টানে পরিবারের বোঝা কেউ টানে নেশার
অনেক কিছু আছে শিখার, street আমার teacher
এনে হওয়ার থেকা বেকার you better pull the trigger
كلمات أغنية عشوائية
- tom mcrae - still lost كلمات أغنية
- tolkien ensemble - sam's song in the orc-tower كلمات أغنية
- tokyo rose - we can be best friends tonight but tomorrow i'll be كلمات أغنية
- tom robinson - atmospherics: listen to the radio كلمات أغنية
- tok tok tok - waters of march كلمات أغنية
- today forever - i'm guilty honey كلمات أغنية
- todd snider - tillamook county jail كلمات أغنية
- tishamingo - lazy susan كلمات أغنية
- tom mcrae - the girl who falls downstairs كلمات أغنية
- tolkien ensemble - the long list of the ents (ii) كلمات أغنية