kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

zaki aman & poonam rahman - porinoti كلمات أغنية

Loading...

তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিলো
বেসামাল এক ঝড়ের মত!
আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে

যখন মন শান্ত হলো!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!

তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিলো
বেসামাল এক ঝড়ের মত!
আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হলো!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!

পরিনতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!!

এরপর যতবার দেখা হয়েছে
কিছু হয় নি বলা তোমাকে।
ভেবেছি কেমন হবে বদলে গেলে
তোমার পৃথিবী, যখন জানবে!

নিঃশ্বাসে ধরে রাখি আশা তোমাকে আমার,
বিশ্বাসে বেঁধে রাখি স্বপ্ন, ভালোবাসার
একটু কাছে আসার, একসাথে ঘর বাঁধার!

পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!

পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!

– আইভান

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...