zaki aman feat. poonam rahman - porinoti كلمات الأغنية
Loading...
তোমাকে দেখে প্রথম
ভাবনা গুলো ছিল
বেসামাল এক ঝড়ের মত
আমার চেতনা জুড়ে
এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হল
পরিণতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকে চাই
আর কেউ নয় আমি যেন পাই
পেলে আর না হারাই ।
এর পর যতবার দেখা হয়েছে
কিছু হইনি বলা তোমাকে
ভেবেছি কেমন হবে
বদলে গেলে তোমার পৃথিবী
যখন জানবে
নিঃশ্বাসে ধরে রাখি আশা
তোমাকে আমার
বিশ্বাস বেধে রাখি স্বপ্ন
ভালবাসার
একটু কাছে আশা
একসাথে ঘর বাধা।
পরিণতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকেই চাই
আর কেউ নয় আমি যেন পাই
পেলে আর না হারাই ।
كلمات أغنية عشوائية
- ballouttheceo - 2hard كلمات الأغنية
- how to gag a maggot - eat thy heart كلمات الأغنية
- the garages - park it (op. 1) كلمات الأغنية
- sammy ward - before it's over كلمات الأغنية
- logo dzielnicy - polega to na kulturze كلمات الأغنية
- isobeats - anything كلمات الأغنية
- all i have to say - safe haven كلمات الأغنية
- mothermary - wearing me thin كلمات الأغنية
- dougie b - forever on that كلمات الأغنية
- tay oskee - blood rush كلمات الأغنية