
zaki aman feat. poonam rahman - porinoti كلمات أغنية
Loading...
তোমাকে দেখে প্রথম
ভাবনা গুলো ছিল
বেসামাল এক ঝড়ের মত
আমার চেতনা জুড়ে
এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হল
পরিণতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকে চাই
আর কেউ নয় আমি যেন পাই
পেলে আর না হারাই ।
এর পর যতবার দেখা হয়েছে
কিছু হইনি বলা তোমাকে
ভেবেছি কেমন হবে
বদলে গেলে তোমার পৃথিবী
যখন জানবে
নিঃশ্বাসে ধরে রাখি আশা
তোমাকে আমার
বিশ্বাস বেধে রাখি স্বপ্ন
ভালবাসার
একটু কাছে আশা
একসাথে ঘর বাধা।
পরিণতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকেই চাই
আর কেউ নয় আমি যেন পাই
পেলে আর না হারাই ।
كلمات أغنية عشوائية
- hive - so it is done كلمات أغنية
- austin ryder - till death do us part كلمات أغنية
- i prevail - the negative كلمات أغنية
- schama noel - no love كلمات أغنية
- dundo - salmonela كلمات أغنية
- then it ends - reality كلمات أغنية
- berry miracle - ha уверенном كلمات أغنية
- galactaron - orbiter كلمات أغنية
- pafboy - сквозь облака (through the clouds) كلمات أغنية
- grantdakidd - heartbreak hotel كلمات أغنية