
yo boy nanda - phiরে আয় (phire ayy) bangla love rap feat. yo boy nanda كلمات أغنية
তুই amr mone thakis
toke sobসময় kori miss
toke 6ara thakte parbona
তুই amr haatটা dh0r-
rakhna sokto kore
আমায় 6ere তুই jasna
বিশ্বer joto khusi tor সামনে rakhte চেয়েছিলাম
পাগলের মত toke ভালবাসতে চেয়েছিলাম
হ্যাঁ manlam tor prblm 6ilo এই সমাজ
আমাকে আপন kora taii তোর muskil ho66e aaj
তোর mone a6e seiiদিন ? রবিবারের দিন
তোর জন্মদিনে diye6ilam তোকে ring
jeta তুই hridoy’এ lagiye mone ভালোবাসা jagiye
এই পাথরের মত্ মনটাকে dili তুই গলিয়ে
তোর heart’এর beat sune আমি beche a6i
je na sunle মনে হয় আমি মরে গেছি
আমার feelings’এর কেন korlina কদর
barbar krte thakli আমায় ignore
আমাকে একা করে দিলি হয়ে আছি jinda lash
bol তুই আমায় ki khusi peli আজ ?
সেই school’এর দিন 6ilo khub রঙ্গীন
bhul kar 6ilo janina but সেই romantic canteen
ছোটছোট ছিলাম আমরা সেই cute চেহারা
তোমার সেই চুপিচুপি চোখ মারা
তোমার সেই চোখের ishara jarজন্যে হয়ে যেতাম
আমি দিশেহারা like banzara
এখন সেইদিনgulo kothy jani hariye gelo
তোমার আমার প্রতিদিনের jhogra kothy jani chupiye gelo
তোমার সেই রাগ করা তোমার সেই zid করা
sob jani hariye gelo
kno chole geli এতদূর? kno তুই এত নিষ্টুর ?
আমার মনটাকে ভেঙ্গে krli shapnoগুলোকে churr
kono ভুল হয়ে থাকলে janu আমায় bole দেখা?
হয় যদি তোর রূপের অহংকার toh আমার সামনে chole দেখা?
আরে যেতেযেতে একটা কথা শোনেত jaa
আমার ভালোবাসা 6ilo কম na তোর lagto টাকা
chal chal তুই যা আর মেনে nebonaa
একবার jee মন দিলাম আর debonaa
আমার কাছে আমার ভাইব্ন্ধু সবাই আছে
আরে তোর মত মেয়ে toh আমার চুটকিতে নাচে
naa তুই কোনো রাজকুমারী naa পরীর দেশ থেকে আসছিস
আরে তোর থেকে besitoh আমি আমাদের doggy কে ভালবাসছি
এইভাবে তুই sasti dish naa
তোর jonnoi আমার বেচে থাকা
এইভাবে তুই ছেড়ে jasnaa
আমার shapnoগুলোকে ভেঙ্গে jaasnaa
হ্যাঁ আছে গল্প ওনেক jaa তোমাদের sonabo aaj
আমার মনের আঘাত
কিছু toh আছে যা বলা খুব প্রয়োজনীও aaaj
আজানা শহরের গলিতে হারিয়ে গিয়েছিলাম আমি
jobe থেকে দেখেছি তোর ভালবাসার নেশায়
পাগল হয়েছিলাম আমি
আজানা প্রান্তে অজান্তে তোকে পেয়েছিলাম আমি
হ্যাঁ মানলাম জানলাম তুই আন্যদের মত নয়
আমার মনটাকে ভেঙ্গে korli kno অভিনয় ?
বারে বাহ প্রয়োজনে babushona
b-n-li আমাকে প্রেমের খেলনা
ছেড়ে আমাকে ki kore peli অন্য kauke?
কিন্তূ !
shapno দেখি তোর এখনও
তোকে দেখতে পাই পাশের কোলবালিশে
crash kore মন আমার চলে গেলি অন্যের কাছে
কিন্তূ bhulisna আমার মধ্যেও প্রতিভা আছে
সবাইকে বলি তোর কথা মনে পড়েনা
তবুও গভীর রাতে চোখের জলে ভেজে বেছানা
তোর সেই মিষ্টি কথা দেয় আজও betha
তোকে রেখেছি মনের এক কোণে গোপনে
আরে আমি toh ভেবেছিলাম তুই আমায় vlobastis
but শুধুমাত্র সার্থের জন্যে কাছে এসেছিলিস
তোর প্রেমে হাসা তোর প্রেমে কাদা
তোর প্রেমে নাজানে কত বাঁশ খাওয়া
বন্ধুদের থেকে ওনেক দূরে হওয়া
তোরজন্যে মা বাবার বকা খাওয়া
বন্ধু ভালবাসার চক্করে নিজেকে korisna বরবাদ
তুই তাদের কথা ভাব যারজন্যে জন্ম তোর আজ
তোর কথা ভেবে কাঁদছে তোর মা বাপ
আজ posta66i আমি করলাম পূর্ণ naa পাপ
বালের ভালবাসায় আজ আমি বরবাদ
একবার phiরে আয় আর মেনে nebona
haanh !
yeah it’s ybn
feel it!
كلمات أغنية عشوائية
- walk in darkness - sailing far away كلمات أغنية
- ed schrader's music beat - culebra كلمات أغنية
- blood cultures - a million كلمات أغنية
- mo3gza & zalha - abdo zalha _ lost my dreams _ ضاعت احلامي كلمات أغنية
- janvier - a travers la tourmente i كلمات أغنية
- avie fresh - watch dem niggas كلمات أغنية
- alberto kuselman - niño salvaje كلمات أغنية
- daemon - kneel to none كلمات أغنية
- zsdaniel.g - personnellement كلمات أغنية
- villebillies - burnin' down the house كلمات أغنية