yasir artist - hobe naki bodhu كلمات الأغنية
দূরে ক্যান তুমি বলো
আমাকে নিয়ে চলো
দু হাতে হাত রাখিয়া
চলবে নাকি তুমি বলো
ভেবোনা তুমি কবু !
বানাবো করো সবুর !
সুখেরি ঘর বানাবো
হব্বে নাকি তুমি বধু?
rap _
বধু আমার তুমি হইবা নি?
নিয়া যামু হানিমুনে তুমি যাইবা নি?
মাইয়া ক তুমি খালি খাইবা কি?
দিমু পুরাডা সেলারি আমি নাই রাখি !
যামু কক্সে বাজামু গান বক্সে
থাকিবা তুমি rocks e !
বাকিডি থাক blocks e !
যামুগা আমি works e !
খুজিবা তুমি চলে গেছি কই
bby amr like kore
chukka boroi !
দূরে ক্যান তুমি বলো
আমাকে নিয়ে চলো
দু হাতে হাত রাখিয়া
চলবে নাকি তুমি বলো
ভেবোনা তুমি কবু !
বানাবো করো সবুর !
সুখেরি ঘর বানাবো
হব্বে নাকি তুমি বধু?
যেইসুম চোক দেহি
তোর আমি পইরা যাই !
তুই তাকাইলে খালি আমি
হাইড়া যাই !
মাইয়া রুপ দেহি তোর খালি জইলা যায় !
কাছে আইলে হমু তো আমি পুইরা ছাই !
আমার heart beat বাড়ে যদি ঘুইড়া চায় !
মাইয়া হইবা নি তুমি আমার স্বৈরাচার
যারা জলে আমগো দেইখা মইরা যাক !
নাইলে কাম কাইজ কোনো কিছু কইরা খাক !
তোরে লাল শাড়ী পড়াইয়া!
পালকিতে উডাইয়া !
যামু আমি হাড়াইয়া
বহুদুরে ছাড়াইয়া !
ক ভালোবাসি একবার ক
তোর লিগা আমি পাগল আছি
পুরাপুরি র
দূরে ক্যান তুমি বলো
আমাকে নিয়ে চলো
দু হাতে হাত রাখিয়া
চলবে নাকি তুমি বলো
ভেবোনা তুমি কবু !
বানাবো করো সবুর !
সুখেরি ঘর বানাবো
হব্বে নাকি তুমি বধু?
كلمات أغنية عشوائية
- edith márquez - me voy - en vivo كلمات الأغنية
- motörhead - train kept a-rollin' [what's words worth?] كلمات الأغنية
- benyamin bahadori - koja-ye donya كلمات الأغنية
- maggie reilly - everytime we touch (98) كلمات الأغنية
- plies - lawd knows كلمات الأغنية
- roneyboys - what do i do? كلمات الأغنية
- affiance - fire! كلمات الأغنية
- james wade (us) - lights on كلمات الأغنية
- pegg starr - crash the party كلمات الأغنية
- nakatomi - sing - radio كلمات الأغنية