
xefer rahman - harbo na كلمات أغنية
[verse 1]
চোরাবালি মোহনায়
সত্তার ভরসায়
দাড়িয়ে আছি
ডুবে যাব না
তারকাটা সীমানা
আমার জন্য না
পেছনে ফেরা
হবে না
[pre-chorus]
পথের বাঁধা ভেঙ্গে দিয়ে
শত ঝড়ে আঘাত নিয়ে
শিখেছি আমি
সবই নিয়তি থেকে
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা
আমি নোনা জলে
[chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
[verse 2]
মায়া জালে জড়িয়ে
ধোয়াশায় হারিয়ে
পেয়েছি ক্ষত দাগ জীবনে
[pre-chorus]
পথের বাঁধা ভেঙ্গে দিয়ে
শত ঝড়ে আঘাত নিয়ে
শিখেছি আমি
সবই নিয়তি থেকে
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা
আমি নোনা জলে
[chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
[verse 3]
ভেঙ্গে দিয়ে বন্ধ এ দার
সময় আমার
গড়ে নিবো ঠিকই নিজেরই হাতে
রব না বন্ধ ঘরে
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও
ছবি এঁকে যাব সত্যের প্রতিদিন
হারাবো না অন্ধকারে
[chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
كلمات أغنية عشوائية
- sexion d'assaut - casquette à l'envers كلمات أغنية
- ulf lundell - när jag kysser havet كلمات أغنية
- raul paz - havanization كلمات أغنية
- kummer & max raabe - der rest meines lebens كلمات أغنية
- loud team - plottin' كلمات أغنية
- masonderstood - d.d.d. كلمات أغنية
- cas haley - counting stars كلمات أغنية
- sleep - jerusalem (pt. 1) كلمات أغنية
- frank turner - american girl كلمات أغنية
- skeme - satins dream كلمات أغنية