
whysir aka sayak - jannat (জান্নাত) كلمات أغنية
[intro]
পাপে মৃত্যু তবে এখানে লোভীর সব
তাই কোটি টাকা কামিয়ে নিলেও গরীব সব
competition হলো হিংসা করেও homie সব
তবে যে homeless, তার এ জমি সব
[chorus]
মাঝরাতে জেগে সবাই দাঁড়িয়ে নিজের জানলাতে
সকালে বিদ্রোহী বোবা হয়ে মাঝরাতে
তোমার ডান হাতের হাতে তোমার জান থাকে
ভাই তোমায় “জান” বলেই পাঠিয়ে দেবে জান্নাতে
মাঝরাতে জেগে সবাই দাঁড়িয়ে নিজের জানলাতে
সকালে বিদ্রোহী বোবা হয়ে মাঝরাতে
তোমার ডান হাতের হাতে তোমার জান থাকে
ভাই তোমায় “জান” বলেই পাঠিয়ে দেবে_
[verse ]
হ্যাঁ, এখানে জিগার করে কাজ
अक्षर trigger চলে না, তার মানেই কি শিকার হবে না?
ভাই এখানে আহ্লাদ করে সামনে, পিছনে ফিকার করে না
হ্যাঁ, এখানে single চলে না কেউ তাল মিলিয়ে সবাই স্বার্থপর আদায়ে করা কাজ
পুজোতে পুজোর আগে ভাবনা এখানে চাঁদায় ক’টা মাল
আবার মাথয়ে জটা হাত তাদের পুষিয়ে চলার ভার
সবাই judgmental, কারো ভুলের বিচার হবে না
হ্যাঁ, এখানে সবাই ঠিক, কিন্তু কেউ নিষ্পাপ তবে না
সবাই beat বানায় কিন্তু কেউ bihan হবে না
bihan_এর beat মানে স্পন্দন যার মধ্যে লিখি জীবন আমি
ঠেকে শেখে সব্বাই তাই মাতালের কথা ভীষণ দামি
দেমাগ এখানে বড্ড তাই ভিক্ষার আগে ইজ্জত জানি
তাই ভিকিরিও বলে ভিক্ষা নয় এটা মালিকের কাজ
তাই এখানে সকলেই আমরা করছি তার নামেতেই পাপ
এখানে লক্ষ হলো বিদ্যার আগে লক্ষ্মী আর শিক্ষার আগে ভক্তি
আমার picture নয় fiction আমার picture খুবই সত্য
অধ্ভুত এক মানসিক জোর আলাদাইভাবে তৈরি
মর্গের রক্ত যেই drain দিয়ে pass করে তার পাশের কলেই স্নান
আবার সেই জল দিয়েই বানানো হয়ে সেই ঠেলা গাড়ির লস্যি
সব সেটাই করে পান
কোনো litchi drink লাগে না গরমে ওটাই সবার প্রাণ
এখানে যার cap ফাটে বেশি জোড়ে তার হবে shutter jam
মিছরির ছুরি ভায়া, মানে blade চলে বেশি, अक्षर চলে না যে gun
ওই যে, trigger চলে না তার মানেই কি শিকার হবে না?
বললাম না, আহ্লাদ করে সামনে, পিছনে ফিকার করে না
তাই চাকু চললে নয় কেটে যাবে প্রাণ
এক নিমেষে নয় যাবে ভয়, শুধুই থেকে যাবে দাগ
তবে তার আগে এখানে করছে সবাই bluff
এই তাসের অট্টালিকায় করতে চাইছে রাজ
তাই ভিতরে নরম, বাইরে দেখায় সবাই tough
সিমেন্টে মাথা নরম, বালিশে নয়
আর এটাই হলো আমার “বেঁচে থাকার গান”
[chorus]
মাঝরাতে জেগে সবাই দাঁড়িয়ে নিজের জানলাতে
সকালে বিদ্রোহী বোবা হয়ে মাঝরাতে
তোমার ডান হাতের হাতে তোমার জান থাকে
ভাই তোমায় “জান” বলেই পাঠিয়ে দেবে জান্নাতে
মাঝরাতে জেগে সবাই দাঁড়িয়ে নিজের জানলাতে
সকালে বিদ্রোহী বোবা হয়ে মাঝরাতে
তোমার ডান হাতের হাতে তোমার জান থাকে
ভাই তোমায় “জান” বলেই পাঠিয়ে দেবে জান্নাতে
[outro]
m_f_sshol music
পাপে মৃত্যু তবে এখানে লোভীর সব
তাই কোটি টাকা কামিয়ে নিলেও গরীব সব
competition হলো হিংসা করেও homie সব
তবে যে homeless, তার এ জমি সব
كلمات أغنية عشوائية
- stan bush - it's hot كلمات أغنية
- ghetto uchiha - say u luv me كلمات أغنية
- not of man - my wreckage كلمات أغنية
- losthead, dronark - countdown كلمات أغنية
- amanda fagan - sunken and shattered (wilbur's song) كلمات أغنية
- sclubadults - dolce vita كلمات أغنية
- baby jane - get clean كلمات أغنية
- 100% (백퍼센트) (kor) - warrior كلمات أغنية
- alen islamović - ne daj na se كلمات أغنية
- cj anfernee - onus كلمات أغنية