
warfaze - tumi amar hobe كلمات أغنية
Loading...
মনে পড়ে কি, এক জোছনা রাতে
চাঁদের কাছে কথা দিয়েছিলে
তুমি আমার হবে, চিরকাল আমারই রবে
বছর ঘুরে এলো সেই জোছনা
আজ আমি একা এই রাতে
কিছু ব্যথা মিশে আছে বাতাসে, ভালোবেসে
কেন ভালোবেসেছিলে নিঃসঙ্গ এক নির্বাক ছবিকে?
আমি হারিয়ে খুঁজি সেই স্বপ্নটাকে
ভাবি, স্বপ্নটা কি কভু সত্যি হবে
কেন দেখা দিয়েছিলে শত বর্ষের ধুমকেতু হয়ে আকাশে, শুধু হেসে?
সব স্মৃতি নিয়ে গেলে দিয়ে একরাশ নীল দুঃখ আমাকে
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
এবার আমি…
كلمات أغنية عشوائية
- z ro - maintain كلمات أغنية
- layzie bone - the syndrome كلمات أغنية
- shihad - a day away كلمات أغنية
- shihad - the call كلمات أغنية
- shihad - alive كلمات أغنية
- shihad - hate boys كلمات أغنية
- shihad - all the young fascists كلمات أغنية
- shihad - for what you burn كلمات أغنية
- shihad - brightest star كلمات أغنية
- shihad - thin white line كلمات أغنية