
warfaze - protikkha كلمات أغنية
Loading...
দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারি
এক ঝিম ধরা দিবা স্বপনে
আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি
পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের অবহেলায়
পচন ধরে মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা
জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে
ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায়
এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়, ভালোবাসার
প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়…
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা
كلمات أغنية عشوائية
- chons - c0bra c0mmander كلمات أغنية
- asphinal - seeker, solace seeker... كلمات أغنية
- 00permanentloyalty - яд92 (poison92) كلمات أغنية
- ninette - última llamada كلمات أغنية
- phunk b - palatu كلمات أغنية
- flousy & ybervr - ebanati كلمات أغنية
- niño viejo & andru - mañana كلمات أغنية
- sarah connor - herzen in aufruhr كلمات أغنية
- manifesto jukebox - thruths yesterday كلمات أغنية
- darlings of the splitscreen - raining all day, raining all night كلمات أغنية