
warfaze - omanush كلمات أغنية
Loading...

শেষ বিকেল আলো আধাঁরি আবছায়া
তুমি অস্পৃশ্য প্রতিমা
রোদ পোড়া নীল ধমনী রক্তধারায়
বিষাদ দহন তীব্রতায়
আশা হারিয়ে স্বপ্নহীনতায়
আমি আঁকড়ে আঁধার
দগ্ধ আঘাতের পরশ তুমি দিয়েছো আমায়
চাইনা তোমায় আমি কখনও
আমারই আশেপাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে
তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি
ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কোনদিনও
আমার কাছ থেকে
ক্ষমার যোগ্য নও তুমি
তোমার স্বীকৃত মনুষ্যত্ব সদা
আমার চোখে প্রহসন
লোভের গর্হিত অবসাদ অবয়ব
ঘৃণায় নত আয়োজন
যদি প্রকৃত মানুষ হও
আমি অমানুষ হবো
তোমার কৃতকর্ম যদি পুন্য হতো
আমি পাপ বরণ করবো
চাইনা তোমায় আমি কখনও
আমারই আশেপাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে
তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি
ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কোনদিনও
আমার কাছ থেকে
كلمات أغنية عشوائية
- bob dylan - someone's got a hold of my heart كلمات أغنية
- dorian (2) - estudios de mercado كلمات أغنية
- chatham county line - birmingham jail كلمات أغنية
- agb13 - freestyle كلمات أغنية
- king fantastic - all black ying yang (the party song) كلمات أغنية
- dai - newborn in helvetia كلمات أغنية
- donguralesko - no i co (1000 okien rmx) كلمات أغنية
- vetusta morla - pequeño desastre animal كلمات أغنية
- presto (us) - pour another glass كلمات أغنية
- tommy faucets - breakroom 2012 كلمات أغنية