warfaze - obak bhalobasha كلمات الأغنية
[verse]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা_হা, আহা_হা, হা_হা
আহা_হা, আহা_হা
[pre_chorus]
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা_হা, আহা_হা, হা_হা
আহা_হা, আহা_হা
[chorus]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
[verse]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা_হা, আহা_হা, হা_হা
আহা_হা, আহা_হা
[pre_chorus]
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা_হা, আহা_হা, হা_হা
আহা_হা, আহা_হা
[chorus]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
كلمات أغنية عشوائية
- the baggios - sangue e lama كلمات الأغنية
- burgundy boys - dutt كلمات الأغنية
- syd youth - sky chateau كلمات الأغنية
- thinxx - excuse me كلمات الأغنية
- less' du neuf - dernière fleur كلمات الأغنية
- areczek prg - rapgra كلمات الأغنية
- barrako 27 - esgotamento lirical كلمات الأغنية
- vincent neil emerson - the bad side of luck كلمات الأغنية
- zhickleez - fantasmas كلمات الأغنية
- tuai - kasta dina kläder كلمات الأغنية