kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

warfaze - na كلمات الأغنية

Loading...

আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা
আর যত কারণে এই দ্বিধার বাড়াবাড়ি
জাগবে না আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি

আর কেন হাত গুটিয়ে বসে থাকা, কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে

শুধু না, না, না, না, না বলে
কর না না আসলে
না, না, না…

কালজয়ী বাঁধনে আমি বন্দি হতে জানি
থাকবে না আর তখন আমার মহাবিশ্বের হাতছানি
আর যদি এ মনের পরিবর্তন হবে ভাবো
ভেবো না আর না এ তোমার উৎসাহ হারাবো

আর কেন হাত গুটিয়ে বসে থাকা কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে

শুধু না, না, না, না, না বলে
কর না না আসলে
শুধু না, না, না, না, না বলে
কর না না আসলে

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...