
warfaze - mounota كلمات أغنية
নীরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
كلمات أغنية عشوائية
- clc (씨엘씨) - breakdown كلمات أغنية
- dusty chops - winter again كلمات أغنية
- paigey cakey - motorola كلمات أغنية
- white lies - denial كلمات أغنية
- matrang - заменители كلمات أغنية
- enya - the loxian gate كلمات أغنية
- set it off - criminal minds كلمات أغنية
- ranjith feat. bhavatharini - adiye كلمات أغنية
- the winter passing - so said virginia كلمات أغنية
- black tongue - crippled before the dwelling place of god كلمات أغنية