kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

warfaze - mounota كلمات الأغنية

Loading...

নীরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ

মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...