warfaze - mone pore كلمات الأغنية
Loading...
মনে পড়ে সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কখনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে..
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে…
كلمات أغنية عشوائية
- stabscotch - trough cult كلمات الأغنية
- adi m - the next winner كلمات الأغنية
- wesson desir - destroy build destroy كلمات الأغنية
- dry cleaning - strong feelings كلمات الأغنية
- triplenine - serum كلمات الأغنية
- pulla - modus operandi / ready to rumble كلمات الأغنية
- hangsaint - seek leeches كلمات الأغنية
- zé geraldo - deságua كلمات الأغنية
- grupo triple l - lo sé كلمات الأغنية
- sabian - svp7e كلمات الأغنية