
warfaze - mone pore كلمات أغنية
Loading...
মনে পড়ে সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কখনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে..
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে…
كلمات أغنية عشوائية
- rasta - millionaires كلمات أغنية
- maimymayo - soulless with كلمات أغنية
- godwintheartist - toxic كلمات أغنية
- ydd maven - emotions كلمات أغنية
- vanity of man - bouga luv كلمات أغنية
- craig/gussi - rainbow road كلمات أغنية
- john sakars - shake that sexy vegan ass كلمات أغنية
- ghoulie - clownn freestylee كلمات أغنية
- ayotemi - truth is for kids كلمات أغنية
- tenkller - psychos كلمات أغنية