kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

warfaze - moharaj كلمات الأغنية

Loading...

সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে

সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে

ক্ষমতার নিয়মের দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পড়ে মনে

হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

তোমার দু’পাশে মিথ্যে গুণগ্রাহী
দেবে কি বাঁধার আশা জনতার এ মিলনে
তবে কি জনগন আজ পথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রাণে

ক্ষমতার নিয়মের দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

হে মহারাজ!

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...