
warfaze - koishor كلمات أغنية
Loading...
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতির হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায়, আবার ফিরে আসে
আবার ফিরে আসে
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতির হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায়, আবার ফিরে আসে
আবার ফিরে আসে
তুমি নেই, আজ তাই কত ব্যথা
সবই আছে শুধু তুমি ছাড়া
আমার এই জীবনে তুমি ছিলে
নেমে আসা রাতে সন্ধ্যাতারা
মনে পড়ে যায়, আবার ফিরে আসে
আবার ফিরে আসে
মনে পড়ে যায় আমার কৈশোর
ঘরের আলো যখন নিভে যাবে
আমিও যখন থাকবো না এ ঘরে
আবারও সেইখানে দেখা হবে
জীবনের ওপারে অন্যভাবে
মনে পড়ে যায়, আবারও ফিরে আসে
আবার ফিরে আসে
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতির হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায়, আবার ফিরে আসে
আবার ফিরে আসে
আবার ফিরে আসে
আবার ফিরে আসে
كلمات أغنية عشوائية
- shaymon - room for two كلمات أغنية
- princess - time machine كلمات أغنية
- itsvbe - better or worse كلمات أغنية
- aden & asme - min lane كلمات أغنية
- sticks & a.r.t - meer is er niet (is dit alles) كلمات أغنية
- grimes - the eye كلمات أغنية
- novelo - nus taco pensier كلمات أغنية
- âşık mahzuni şerif - ali yar ali كلمات أغنية
- blvck dog - non farci caso كلمات أغنية
- hajji adam - hope كلمات أغنية