warfaze - joto durey كلمات الأغنية
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
كلمات أغنية عشوائية
- katou miliyah - my soul كلمات الأغنية
- babasonicos - puesto كلمات الأغنية
- babasonicos - risa كلمات الأغنية
- rem - it's the end of the world as we know (and i feel fine) كلمات الأغنية
- babasonicos - sin mi diablo كلمات الأغنية
- babasonicos - sheeba baby كلمات الأغنية
- babasonicos - solita كلمات الأغنية
- babasonicos - su auto dejo de funcionar كلمات الأغنية
- babasonicos - soy rock كلمات الأغنية
- babasonicos - somos la pelota كلمات الأغنية