
warfaze - joto durey كلمات أغنية
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
كلمات أغنية عشوائية
- majacket mvp - i’ve seen كلمات أغنية
- intangible - hollow كلمات أغنية
- isaiahneedshealing - different day, different week, different month. كلمات أغنية
- the brighton taverners - name and number كلمات أغنية
- bigbob - dristal كلمات أغنية
- lucifer jones - awful كلمات أغنية
- monarchy - it's all good كلمات أغنية
- jul - chagriné كلمات أغنية
- vvenin - in the lobby كلمات أغنية
- liri - hives كلمات أغنية