kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

warfaze - joto durey كلمات الأغنية

Loading...

চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল

যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি

কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে

যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি

চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...