
warfaze - hotasha كلمات أغنية
সকাল থেকে রাত্রি, সময় কাটে না যে
নানান বাজে চিন্তা আমায় ঘিরে রাখে
অন্তরের ভেতর শুধু কষ্টের হাহাকার
বিষন্নতার আভা সদা আমার আকাশে
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি
শুধু ভাবি, শেষ কবে হতাশার
ভালোবাসার ক্ষত শুকোয়নি যে আজও
তোমার মধুর কন্ঠ আজও কানে বাজে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা, হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি
শুধু ভাবি, শেষ কবে হতাশার
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
সুদিন আমার সয় না, তাই দুঃখ ফিরে আসে
হতশাগুলো বুঝি তাই মুখ চেপে হাসে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা, হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
হতাশা…
كلمات أغنية عشوائية
- pins & dimeh - j'ai plus l'time كلمات أغنية
- jaysus - ohne grund كلمات أغنية
- the men they couldn't hang - shirt of blue كلمات أغنية
- bazart - open كلمات أغنية
- yahagi - в память об xxxtentacion كلمات أغنية
- gusttavo lima - quem traiu levou كلمات أغنية
- mariposa - canzone dell'agnello كلمات أغنية
- skreally boy - j.l.t كلمات أغنية
- pedro fractal - eu vim كلمات أغنية
- 2point1 - ask mills كلمات أغنية