kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

warfaze - harie tomake كلمات أغنية

Loading...

শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেন এ কান্না

জানি ভালো থাকতে
শুধু বলো না ভুলতে
চাই না বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে

তোমাকে… মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে… মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে
বর্ষা কাঁদে

যে মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে… ভুলে

তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পড়েই থাকলে
হতাশার ফাঁদে

তোমাকে… মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে… মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে
বর্ষা কাঁদে

যে যায়… যাওয়ার পথে
দেয়াল ভাবার কোনো স্বপ্ন নাই
যতই… কাঁদাও আমায়
চলি একা পথে
তোমাকে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...