
warfaze - dhup chaya كلمات أغنية
Loading...
ধুপছায়া গোধূলি এই বেলায়, তুমি কাছে এসো
সুখছোয়া রূপসী এই রাতে তুমি ভালবেসো
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।
মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুয়ে ছুয়ে যায়
ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরি অরন্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।
বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমারিতা কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
كلمات أغنية عشوائية
- hannah gill - austin كلمات أغنية
- t.i.s - introduction mille matinées كلمات أغنية
- unkle bob - lightning كلمات أغنية
- pink floyd - time (live at wembley arena 1974) كلمات أغنية
- time shadow - reign of metal كلمات أغنية
- deva mahal - shards كلمات أغنية
- quokka - lamgo كلمات أغنية
- the rubinoos - jennifer كلمات أغنية
- franz schubert - ungeduld كلمات أغنية
- kendi - kune & dinari كلمات أغنية