
warfaze - brishti nemeche كلمات أغنية
Loading...
বৃষ্টি নেমেছে
রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে
কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে
মনে পড়ে যায়
আমার গাঁ
বৃষ্টি নেমেছে
ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়
স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়
বৃষ্টি নেমেছে
রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে
কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে
ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়…
كلمات أغنية عشوائية
- nana (br) - i can't fall in love كلمات أغنية
- dubalexx - right now كلمات أغنية
- jay b - migos كلمات أغنية
- rets - high horse كلمات أغنية
- hayki - teşekkürler كلمات أغنية
- joaco bustillo - hope and smoke كلمات أغنية
- an honest mistake - don't run from the rain or you'll miss the rainbow كلمات أغنية
- joshuaflyboy كلمات أغنية
- roll rida - raadhu song كلمات أغنية
- al.divino & estee nack - bob & weave كلمات أغنية