
warfaze - boshe achi eka كلمات أغنية
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
পাখিরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ ক্ষণ
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়!
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
পাখিরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ ক্ষণ
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়!
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
সেই হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
كلمات أغنية عشوائية
- unwound - demons sing love songs كلمات أغنية
- veggie tales - promised land كلمات أغنية
- vaughn monroe - faith كلمات أغنية
- vedera - redemption soon كلمات أغنية
- velcra - wonderland sunrise كلمات أغنية
- unwinding hours - peaceful liquid shell كلمات أغنية
- veneficum - existential stellar palette كلمات أغنية
- up dharma down - sugarcoats & heartbeats كلمات أغنية
- varukers - target of shame كلمات أغنية
- unto ashes - who has seen the wind كلمات أغنية