
warfaze - bichinno abeg كلمات أغنية
Loading...
একদিন আমি হেঁটে চলছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা !
কোন দিন আমি গাইব সেই গান ?
যে গানে থাকবে না মলিন অহংকার !
কোন দিন আমি গাইব সেই গান ?
যে গানে থাকবে শুধু জ্যোৎস্নার সচ্ছতা !
আলোয়_আলোয় ভরা চারিদিকে
তবু কেন ঘরে এত আঁধার ?
শুনি তবু শুনি না
বুঝি তবু বুঝি না
গানের মত গান নেই কেন ? তাই_
কোন দিন আমি গাইব সেই গান ?
যে গানে থাকবে মহাশূন্যের উদারতা !
কোন দিন আমি গাইব সেই গান ?
যে গানে থাকবে সাগরের গাঙচিলের ডাক !
বন্দী আমি নিজে নিস্তব্ধতায়
কন্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি_
ফুলের সুবাস পাই!
আলোর দরজা খুলেও কেন খুলিনা?
বারবার শুধু ছিটকে পড়ি_
অশ্লীল কারাগারে!
কী যেন কী পাবার_
মোহে………মোহে!
একদিন আমি হেঁটে চলছি পথে একা…
كلمات أغنية عشوائية
- renan cavolik - esc كلمات أغنية
- superp0s - 8 ball (album version) كلمات أغنية
- song by milky chance - unknown song كلمات أغنية
- redrow - drill from saint-p. (feat. kadi) كلمات أغنية
- butterfly haus - used to the pills كلمات أغنية
- kentukki - hqd كلمات أغنية
- tuesday's toast - illusion (i saw it in a dream) كلمات أغنية
- phyrosun (grc) - η διαδρομή μου (i diadromi mou) كلمات أغنية
- brevin kim - shoulderblades كلمات أغنية
- kraków loves adana - sorrows in the sun كلمات أغنية