
warfaze - alo كلمات أغنية
কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি
আলো আরো আলো
আঁধার ঘনালো
আমার এ প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায়
আমি বুঝে গেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আমিও বুঝেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না এ মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
আমার এ প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্থা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায়
আমি জেনেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আমিও বুঝেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
كلمات أغنية عشوائية
- robbie banks & john webber - wraith كلمات أغنية
- the times - will success spoil frank summit? كلمات أغنية
- queen herawin - trouble كلمات أغنية
- alan romero de la o - serotonina كلمات أغنية
- astion - remorse كلمات أغنية
- jinnypots - hit the ground runnin كلمات أغنية
- choses sauvages - dimensions كلمات أغنية
- mousv - safina | سفينة كلمات أغنية
- sta. ana - tying out rough edges, smoothing out loose ends كلمات أغنية
- berg8793 - dk rap god كلمات أغنية