kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

warda ashraf - lilabali كلمات الأغنية

Loading...

লীলাবালি লীলাবালি
বর যুবতী সইগো
বর যুবতী সইগো
কি দিয়া সাজাইমু তোরে?

লীলাবালি লীলাবালি
বর অযুবাতি সই গো
বর অযুবাতি সইগো
কি দিয়া সাজাইমু তোরে?

মাথা চাইয়া টিকা দিমু
জড়োয়া লাগাইয়া সইগো
পিন্দন চাইয়া শাড়ি দিমু
ওড়না লাগাইয়া সইগো

কানো চাইয়া কানফুল দিমু
পান্না লাগাইয়া সইগো
পান্না লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে?

কানো চাইয়া কানফুল দিমু
পান্না লাগাইয়া সইগো
পান্না লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে?

নাক চাইয়া কেশর দিমু
চুনিয়া লাগাইয়া সইগো
হাত চাইয়া বালা দিমু
মতিয়া লাগাইয়া সইগো
পাও চাইয়া পাঝর দিমু
ঘুঙ্গর ও লাগাইয়া সইগো
ঘুঙ্গর ও লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে?
পাও চাইয়া পাঝর দিমু
ঘুঙ্গর ও লাগাইয়া সইগো
ঘুঙ্গর ও লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে?
ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা
ভাবের দেশেই বাড়ি
ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা
ভাবের দেশেই বাড়ি
আমারে বানাইবানি তোমার প্রেমেরও কান্ডারি?
আমারে বানাইবানি তোমার প্রেমেরও কান্ডারি?

উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও
পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও।
উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও
পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও।

তবু তোমার সাথে রাখো গো কন্যা
নাহি ছাড়া ছাড়ি
তবু তোমার সাথে রাখো গো কন্যা
নাহি ছাড়া ছাড়ি
আমারে বানাইবানি তোমার প্রেমেরও কান্ডারি?
আমারে বানাইবানি তোমার প্রেমেরও কান্ডারি?

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...