
volume records - urte chai - উড়তে চাই كلمات أغنية
Loading...
খুব করে আজ ইচ্ছে হলো
উড়াবো আমার ঘুড়িটাকে
অনেক বছর আগেই যাকে
ছিড়েছি নিজের হাতে
হাতরে বেড়াই নাটাই আমার
ঘুণে খাওয়া ক্ষয়ে গেছে
তবু সুতো টানছি আমি নিয়মের পেছন থেকে
মেঘের উপর দাঁড়াই
আকাশটা ছুঁতে চাই
ঘুড়ির উপর চড়ে
আমিও আজ উড়তে চাই
আবার আমি ভাবতে বসি
নিজের স্বপ্ন নিজেই গড়ি
সে স্বপ্নতে সাজাই আমি
চলমান জীবন ঘড়ি
কেন যে পারিনা ধরে রাখতে সময়টা
যেন এ আজ আমার বিবর্ণ পিছুটান
كلمات أغنية عشوائية
- grust & kaplikrovi - шкаф كلمات أغنية
- the war and treaty - i can't let you go كلمات أغنية
- babyxsosa - #stop (popstar) كلمات أغنية
- otto smash - first class love كلمات أغنية
- froid - uow كلمات أغنية
- yetii - now كلمات أغنية
- hirotaka - divine war كلمات أغنية
- u škripcu - čaj كلمات أغنية
- txylxr & multiverz - game xver كلمات أغنية
- santiago feliú - canción de la columna juvenil del centenario كلمات أغنية