volume records - urte chai - উড়তে চাই كلمات الأغنية
Loading...
খুব করে আজ ইচ্ছে হলো
উড়াবো আমার ঘুড়িটাকে
অনেক বছর আগেই যাকে
ছিড়েছি নিজের হাতে
হাতরে বেড়াই নাটাই আমার
ঘুণে খাওয়া ক্ষয়ে গেছে
তবু সুতো টানছি আমি নিয়মের পেছন থেকে
মেঘের উপর দাঁড়াই
আকাশটা ছুঁতে চাই
ঘুড়ির উপর চড়ে
আমিও আজ উড়তে চাই
আবার আমি ভাবতে বসি
নিজের স্বপ্ন নিজেই গড়ি
সে স্বপ্নতে সাজাই আমি
চলমান জীবন ঘড়ি
কেন যে পারিনা ধরে রাখতে সময়টা
যেন এ আজ আমার বিবর্ণ পিছুটান
كلمات أغنية عشوائية
- windgonepink - serenade the sun كلمات الأغنية
- half hearted - call it love كلمات الأغنية
- ki alexis - repair my heart كلمات الأغنية
- jor'dan armstrong & erica campbell - call كلمات الأغنية
- wackbards - high tops & limousines كلمات الأغنية
- los tóxicos hn - tóxicos كلمات الأغنية
- lilf lemos - nubank كلمات الأغنية
- rey pirín - lirica metal كلمات الأغنية
- tactic l - avaruuteen كلمات الأغنية
- jomonotics stmic - i believe in you كلمات الأغنية