vibe - shopnodeb كلمات الأغنية
Loading...
[verse 1]
অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অজানা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অজানা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
[chorus]
প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিশেষে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল
অচেনার রুপকার আলেয়া অলংকারের
অদেখা স্বর্নকার স্বপ্নদেব
শোনো এই হাহাকার
[verse 2]
স্মৃতির অভিধানে যত সমাহার
সময়ে মহাকাশে শত তারা
খুঁজে দাও মনের অমিয় সুধা
স্বপ্ন দেশে তোমাকে পাওয়া
[chorus]
প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিশেষে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল
অচেনার রুপকার আলেয়া অলংকারের
অদেখা স্বর্নকার স্বপ্নদেব
শোনো এই হাহাকার…
[guitar solo]
كلمات أغنية عشوائية
- evan vp - pasos en falso كلمات الأغنية
- grocer - overblown كلمات الأغنية
- folcast - scopriti - acoustic studio session كلمات الأغنية
- lil chich - choppa كلمات الأغنية
- jesslee [us] - do it like كلمات الأغنية
- lotion - tear كلمات الأغنية
- sai (us) - money كلمات الأغنية
- beyond the touch - breathing كلمات الأغنية
- alejo - freestyle 2 كلمات الأغنية
- doni (rapper) - vibin' كلمات الأغنية