
vibe - sesher opashe كلمات أغنية
Loading...
সকল রঙের অলীক স্পর্শ
সব দেখার অন্তিম প্রতিফলন
সব আকৃতির শেষ রূপে
জানা অজানার অপরিণত সুর
জীবন শিখার আলোতে
বিকিয়ে দেওয়া সত্তার শেষ
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার সবই শেষের ওপাশে!
নিজ পৃথিবীর মলিনতা
আশ্রয় নেয় যার মাঝে
সকল অচেনার ভরা দুপুর
নুয়ে পড়ে যে তার সাজে
জীবন লেখার স্মারকে
শেষ অধ্যায়ের রচনাতে
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
শেষের ওপাশে সকল প্রশ্নের মিছিলে যত সংশয়
বিকিয়ে যাবে স্বর্গ নরকে…
আমার চেতনার ওপাশে
হাতছানি দেয় আমায় স্বর্গ
জানি না কি কারণে
চাই না যেতে ওপাশে…
كلمات أغنية عشوائية
- antsud - puie كلمات أغنية
- briella - coquette كلمات أغنية
- минп (minp) - talking walls كلمات أغنية
- avenuepluggg - это все плохо (it's all bad) كلمات أغنية
- camp saint helene - rise كلمات أغنية
- stone to flesh - za korak paklu bliže كلمات أغنية
- charles b. ward - the band played on كلمات أغنية
- galeria incerteza - cruz vermelha كلمات أغنية
- m.o.v.e (jpn) - drivin' through the night (club mix) كلمات أغنية
- thou - siege perilous كلمات أغنية