
vibe - chena jogot كلمات أغنية
Loading...
আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা সত্তার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া
চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙ্ক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে
[guitar]
চিরচেনা যে আমার এই জগৎ
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙ্ক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়ায়
[guitar]
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙ্ক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়
كلمات أغنية عشوائية
- central cee - victory lap x rtw: central cee freestyle كلمات أغنية
- acting lovers - baby i know it كلمات أغنية
- ilda šaulić - fališ mi كلمات أغنية
- rockie fresh - cost to win كلمات أغنية
- benny guy - step outta كلمات أغنية
- a9balla - gbg what كلمات أغنية
- derya uluğ - şansım olsun كلمات أغنية
- azeem music - azeem- kerak emas كلمات أغنية
- zen - abismo كلمات أغنية
- eclipse (nld) - life's so tough كلمات أغنية