
vantage - aushomapto كلمات أغنية
[verse]
সব আগের মতোই আছে
শুধু নেই তোমার অস্তিত্ব
আমি এখন এত একা
তুমি এত দূরে কেন?
সব আগের মতোই আছে
শুধু নেই তোমার অস্তিত্ব
আমি এখন এত একা
তুমি এত দূরে কেন ?
[pre_chorus]
কি করি বলো এখন
নি:শব্দ আমি এখন
অন্ধকার আমার জীবন
তোমায় ছাড়া কেন ?
[chorus]
কেন আজ আমি তোমার অপেক্ষায়
জানি আর আসবে না তুমি
তবে কেন এত আশা নিয়ে আছি
আমাদের এই ভালবাসা
কেন অসমাপ্ত ?
অসমাপ্ত
[verse]
আমি আজও এই ভিড়ের মাঝে
অদৃশ্য হয়ে একা
যাই চলে উদ্দেশ্যহীন পথে
শুধু আমি আর আমার ছায়া
আমি আজও এই ভিড়ের মাঝে
অদৃশ্য হয়ে একা
যাই চলে উদ্দেশ্যহীন পথে
শুধু আমি আর আমার ছায়া
[pre_chorus]
এই নীরবতা আমার চিহ্ন
নিষ্প্রাণ হয়ে আমি এখন
চলো আবার হারিয়ে যাই
রূপকথার দেশে
[chorus]
কেন আজ আমি তোমার অপেক্ষায়
জানি আর আসবে না তুমি
তবে কেন এত আশা নিয়ে আছি
আমাদের এই ভালবাসা
কেন অসমাপ্ত ?
অসমাপ্ত
كلمات أغنية عشوائية
- r1se - 谁都别吝啬 كلمات أغنية
- wahsan - sad day كلمات أغنية
- zaky - au delà كلمات أغنية
- matt borne - dwelling كلمات أغنية
- traian (xraian) - ceas كلمات أغنية
- kei (lovelyz) - 찌릿찌릿 (j-rit j-rit) كلمات أغنية
- jaey kilo - hit or miss كلمات أغنية
- hellbound (oh) - hotline كلمات أغنية
- mable's broadway - navsegda كلمات أغنية
- reigani - asiņainā mērija كلمات أغنية