artists: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

uttam kumar – ei mom jochhonay كلمات اغاني

Loading...

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,

সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷

জাফরানি ওই আলতা ঠোঁটে
মিষ্টি হাসির গোলাপ ফোটে ৷
মনে হয় বাতাসের ওই দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷

এই রূপসী রাত আর ওই রুপালি চাঁদ বলে জেগে থাকো,
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো ৷
মখমলের ওই সূচনী ঘাসে,
বসলে না হয় একটু পাশে,
মনে হয় মহুয়ারি আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
ও. এসো না গল্পো করি ৷