![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
uttam kumar - ei mom jochhonay كلمات الأغنية
Loading...
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
জাফরানি ওই আলতা ঠোঁটে
মিষ্টি হাসির গোলাপ ফোটে ৷
মনে হয় বাতাসের ওই দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
এই রূপসী রাত আর ওই রুপালি চাঁদ বলে জেগে থাকো,
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো ৷
মখমলের ওই সূচনী ঘাসে,
বসলে না হয় একটু পাশে,
মনে হয় মহুয়ারি আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
ও. এসো না গল্পো করি ৷
كلمات أغنية عشوائية
- emilie brandt - mr. big shot كلمات الأغنية
- yakki - pluto كلمات الأغنية
- трип (ellamordo) - интро (snv intro) كلمات الأغنية
- silaji saidi - dark كلمات الأغنية
- glorywave - neville كلمات الأغنية
- suffintvice - (bonus)the end كلمات الأغنية
- 612, t_boyofficial, lille leon - tesla كلمات الأغنية
- white cix - por la mama كلمات الأغنية
- stro - two more chances كلمات الأغنية
- neyla pekarek - western woman كلمات الأغنية