
uttam kumar - ei mom jochhonay كلمات أغنية
Loading...
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
জাফরানি ওই আলতা ঠোঁটে
মিষ্টি হাসির গোলাপ ফোটে ৷
মনে হয় বাতাসের ওই দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
এই রূপসী রাত আর ওই রুপালি চাঁদ বলে জেগে থাকো,
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো ৷
মখমলের ওই সূচনী ঘাসে,
বসলে না হয় একটু পাশে,
মনে হয় মহুয়ারি আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
ও. এসো না গল্পো করি ৷
كلمات أغنية عشوائية
- jean (fra) - couleurs كلمات أغنية
- trīs no pārdaugavas - monika كلمات أغنية
- marcangelo - scared. كلمات أغنية
- jules ahoi - get lost كلمات أغنية
- damon & naomi - the navigator كلمات أغنية
- zombie (az) - big pimpin' كلمات أغنية
- j the plug - hoe كلمات أغنية
- king stingray - milkumana كلمات أغنية
- why roci - ragazzino كلمات أغنية
- the slums - change is gonna come (live / 8-31-21') كلمات أغنية