ur udoy - eibela seibela كلمات الأغنية
এইবেলা সেইবেলা
আলো আঁধারির খেলা
ঝিঁঝিরা ডাকে আপন সুরে
ঝোনাকির আলো হৃদয় জুড়ে
সন্ধ্যা মালতীর মিষ্টি ঘ্রাণে
সুবাস জাগে নির্মল প্রাণে
পাখিরা সব এল ফিরে
স্বয়ংগীতি গাইছে নীড়ে
আকাশ ভরা তারা
অঢেল প্রেমের ধারা
বইছে মনের উঠুন জুড়ে
শালিক চেঁচায় পথের মোড়ে
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
বৃষ্টি ভেজা সকাল বেলা
হাওয়ায় ভাসে সুখের মেলা
মেঘের দেশে যাব উড়ে
দেখব তোমায় নয়ন ভরে
বাঁশির রানী তোমার বাঁশির সুরে
লাল গোলাপের পাপড়ি ঝরে
মধ্য রাতে ঢেউ ভেসে যায়
মাঝ পুকুরে চাঁদনি লুটায়
দূর নিলীমার জ্যোৎস্নার আলো
মনটা আমার খেই হারালো
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
আলো আঁধারির খেলা
ঝিঁঝিরা ডাকে আপন সুরে
ঝোনাকির আলো হৃদয় জুড়ে
সন্ধ্যা মালতীর মিষ্টি ঘ্রাণে
সুবাস জাগে নির্মল প্রাণে
পাখিরা সব এল ফিরে
স্বয়ংগীতি গাইছে নীড়ে
আকাশ ভরা তারা
অঢেল প্রেমের ধারা
বইছে মনের উঠুন জুড়ে
শালিক চেঁচায় পথের মোড়ে
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
বৃষ্টি ভেজা সকাল বেলা
হাওয়ায় ভাসে সুখের মেলা
মেঘের দেশে যাব উড়ে
দেখব তোমায় নয়ন ভরে
বাঁশির রানী তোমার বাঁশির সুরে
লাল গোলাপের পাপড়ি ঝরে
মধ্য রাতে ঢেউ ভেসে যায়
মাঝ পুকুরে চাঁদনি লুটায়
দূর নিলীমার জ্যোৎস্নার আলো
মনটা আমার খেই হারালো
এইবেলা সেইবেলা (4x)
كلمات أغنية عشوائية
- ellie mic - chaos كلمات الأغنية
- raske penge - shh! (racker up) كلمات الأغنية
- marca mp - 24/7 كلمات الأغنية
- yck - i'm sick كلمات الأغنية
- david dixon - back and forth كلمات الأغنية
- bistouille - dans l'bad à la partyrock :,( كلمات الأغنية
- hydracoque - prolapse pumpkin pie كلمات الأغنية
- itam! (rus) - hoe كلمات الأغنية
- stunna 4 vegas & hxndro - nawfside menace كلمات الأغنية
- cleo's trademark - adød intrø كلمات الأغنية