
upol islam - chirol chirol كلمات أغنية
লাল পুতুলে নীল পুতুলে ছিলো না যে মিল
আড়ি খেলায় বাড়াবাড়ি সাজ দুয়ারে খিল
পুতুল রানীর বিয়ে হবে দোলের পূর্নিমাতে
আবীর মাখা জোছনা রাতে দেখা তোমার সাথে
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
হেলাফেলা সারাবেলা পুতুল রানীর মান
মন বসেনা আর তো আমার খেলার অবসান
খেলার পুতুল রইলে পড়ে তোমার পুতুল হই
মনে মনে পুতুল ঘরে তোমার সনে রই
আমি তোমার সনে রই
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
খেলার ছলে পুতুল ফেলে জমিয়ে রাখা জল
কেউ দেখেনা দেখলে ভাবে আহা কি সরল
তবু মনের দু: খ মনে রেখেই পুতুল খেলে যাই
সময় এলেই বলে দিবো “পুতুল বাড়ি নাই”
ও বন্ধু “পুতুল বাড়ি নেই”।
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
كلمات أغنية عشوائية
- willowz (cassandra lee morris) - cops and robbers كلمات أغنية
- freshv2die - ptaszor كلمات أغنية
- cero - cupola (キューポラ) (e o) كلمات أغنية
- c-4our - push start كلمات أغنية
- ona mafalda - calor كلمات أغنية
- the used - worst i've ever been كلمات أغنية
- tatuara - mimí كلمات أغنية
- wekko - uncanny كلمات أغنية
- u.p.o. - dive كلمات أغنية
- cemetery gatez - heathan [prod. cemetery gatez] كلمات أغنية