
topu - fire aay lyrics
কোন এক সকালে উঠে দেখি
সবকিছু ঠিকঠাক
একই রৌদ্র জানালা গলে একই
জামা জুতো খাট
অজান্তে হাত বাড়িয়ে সরাই
দুরালাপন চুপচাপ
তুই নেই কাছে
তুই নেই, বাকি সব ঠিকঠাক
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
আয় নারে…
ফিরে ফিরে আয়
বলেছিলাম দেখে নিস
ভুলে যাবো ঠিকই
কিছুদিন পরবে না মনে তোকে একদমই
হয়ত দু দিন কাঁদবে হৃদয়
আঁকড়ে ধরে স্মৃতি
তারপর ভুলে যাবো ঠিকই
যা এখনো পারিনি
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
হয়ত দু দিন কাঁদবে হৃদয়
ফিরে ফিরে আয়
বদলে গেছে অনেক কিছু
বদলেছিস তুই জানি
আজও আমি একই আছি
একটুও বদলাইনি
রাতের তারা সংগী করে
আজো গান লিখি
ভোরবেলাতে সূর্যালোকে
তোকে খুঁজে ফিরি
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
আয় নারে…
ফিরে ফিরে আয়
Random Lyrics
- yung $lave (rapper) - da snow mane lyrics
- keralanka - cold shoulder lyrics
- lambasaia - novinhas de máscara lyrics
- sànt (r&b singer) - i'm yours lyrics
- geekayfear - finish line lyrics
- moli (pl) - pąki białych róż lyrics
- ricky b da lefty - 21 lyrics
- don santo - halleluya! lyrics
- leif bent - sweater lyrics
- the holstar - saana lyrics