
topu - evabe na lyrics
আমার কাছে যা সত্যি মনে হয় তা মুখে বলতে কিসের সংশয়?
হতে পারে সত্যি শুধু আমার নয়
কোটি হৃদয়ে ঘুরে ফিরে পৃথিবীময়
আমার কাছে যা সত্যি মনে হয়
তা মুখে বলতে কিসের সংশয়?
হতে পারে সত্যি শুধু আমার নয়
কোটি হৃদয়ে ঘুরে ফিরে পৃথিবীময়
না এভাবে না
হতে পারে না
তুমি আমি আমরা হতে পারে না
যদি স্কুল টিচারটা বন্ধু হতো
হোমওয়ার্ক ইকটু কম কম দিতো
করতে হতো না কিছুই মুখস্ত
স্কুল জীবনে কিছু শেখা হতো
যা হতে চেয়েছ তা হয়েছ কি
নাকি সমাজের চাপে হতেই পারোনি?
মনে যার রংতুলি, পাঞ্জাবী
বাইরে সে সুট পরা কর্মচারী
না এভাবে না হতে পারে না তুমি আমি আমরা হতে দিবো না
না এভাবে না হতে পারে না তুমি আমি আমরা হতে দিবো না
যদি নেতাগুলো ইকটু ভালো হতো
যা মুখে বলতো করে দেখাতো
তবে দেশটা স্বর্গে পরিনত না
হলেও কাছাকাছি যেত
ঘুষ খাওয়া আজ অনুমদিত
কিছু দিন হবে কাল চারে পরিনত
সৎ মানুষের আজ মাথা নত
অনেক তো হলো বল আর কত?
অর্থই নাকি অনর্থের মূল
আমি জেনে গেছি এ কথা একদম ভুল
অর্থের জোরে ধর্ম ভুল
অর্থের জোরে বাচ্চাদের স্কুল
না এভাবে না হতে পারে না তুমি আমি আমরা হতে দিবো না
মহাজগতে কোটি কোটি তারা
চারিদিনে কোটি গ্রহে ভরা
এর মাঝে পৃথিবী আর আমরা
দেখো কত ক্ষুদ্র লোভ লালসা
আজ তুমি আছো হবে কাল বিগত
এ কথা ভুলে ভাবো কি পেয়েছ কতো?
ভালোবাসা তাও নেই আগের মতো
শান্তিরা সাথে সব যুদ্ধরত
না এভাবে না হতে পারে না তুমি আমি আমরা হতে দিবো না
Random Lyrics
- beny jr - si fa sol (escala de fa) lyrics
- terra (swe) - guld lyrics
- tolchonov & nueki - hit! - slowed + reverb lyrics
- chalkey - the collective deja vu of being cynical (xx lyrics
- flying squid - isle view lyrics
- rooney - something to do lyrics
- nhà trẻ - sao cũng được lyrics
- miklo (dnk) - kino 3 lyrics
- shogoon & jolle - richtung untergang lyrics
- oliver francis - venom lyrics