
topu - ekta gopon kotha كلمات أغنية
একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু, সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেয় বারবার
ভুলেও কাওকে বলোনা আবার
মুখে ভালবাসি না, বলে মনেতে প্রেম নিয়ে
চলে আছে অনেকে…
এত দিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন, আঁধারের নীলিমায়
তোমাকে আজ খুঁজতে চায়
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে, সব কিছু বলে দিয়ে
চাইব আমার অধিকার
কপালে যা আছে লেখা, মনে যদি পাইয়ো ব্যাথা দেখে নিব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভাল আছি এই বেশ
মন, আঁধারের নীলিমায়
তোমাকে আজ খুঁজতে চায়
জানিনা, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
প্রতিদিন এ-গলি ও-গলিতে ঘুরঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম পড়ে দেখ
ছেলেটাও পড়ে, ফুলহাতা শার্ট
প্রতিদিন এ-গলি ও-গলিতে ঘুরঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম পড়ে দেখ ছেলেটাও পড়ে, ফুলহাতা শার্ট
এই দেখে হাসাহাসি, গানটাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার
মন, আঁধারের নীলিমায়
তোমাকে আজ খুঁজতে চায়
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।
كلمات أغنية عشوائية
- nane - relaxo (outro) كلمات أغنية
- tranda - plaja (remix) كلمات أغنية
- angel - more كلمات أغنية
- kalimba - lat'n party (radio edit) كلمات أغنية
- 伍佰 wu bai&china blue - 挪威的森林 (norwegian forest) كلمات أغنية
- big menu - american hustle: recorded live كلمات أغنية
- packy - open كلمات أغنية
- lecxs ahziz - why you mad son كلمات أغنية
- prawda - krew i honor كلمات أغنية
- pixie stix - i wanna wuv u كلمات أغنية