
topu - brishty كلمات أغنية
Loading...
আমার আছে একটা গল্প পুরোনো
আর আছে একটা গান
যা শুনতে তোমার সময় নেই কোনো
ছিলোনা ইচ্ছে কখনো
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে
আমায় জড়াও এই রাতের যাদুতে
জীবন আজ শুধু নিশ্বাসে
দিওনা যেতে
আমি বৃষ্টি দেখতে চাই
ভালবাসা চাই শুরু থেকে
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে।
كلمات أغنية عشوائية
- rels b & indigo jams - i know كلمات أغنية
- kontra k - hassliebe كلمات أغنية
- lavos - hello kitty gvngsta كلمات أغنية
- clueso - uh girl كلمات أغنية
- allen stone - sunny days كلمات أغنية
- rap - sounds like success كلمات أغنية
- stella getz - friends كلمات أغنية
- john moreland - no glory in regret كلمات أغنية
- quad crasherz - impossible كلمات أغنية
- l'morphine - 7chaychi dimo9rati كلمات أغنية