
topu - brishty lyrics
Loading...
আমার আছে একটা গল্প পুরোনো
আর আছে একটা গান
যা শুনতে তোমার সময় নেই কোনো
ছিলোনা ইচ্ছে কখনো
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে
আমায় জড়াও এই রাতের যাদুতে
জীবন আজ শুধু নিশ্বাসে
দিওনা যেতে
আমি বৃষ্টি দেখতে চাই
ভালবাসা চাই শুরু থেকে
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে।
Random Lyrics
- blessed by a broken heart - she's dangerous lyrics
- blarney lads - poor paddy works on the railway lyrics
- memoryhouse - bonfire lyrics
- f t island - we hope to become lovers lyrics
- calexico - house of valparaiso lyrics
- blind ego - death lyrics
- blenders - jeannine's anthem lyrics
- bill withers - i don't want you on my mind lyrics
- canned heat - the world today lyrics
- bette midler - you gotta get a gimmick lyrics