
topu - bhalobashii كلمات أغنية
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আজ, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনই বলে দিই
ভালবাসি, ভালবাসি
ভালবাসি, ভালবাসি
চুপ করে থেকো না
কিছু তো বল, হ্যাঁ অথবা না
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
তুমি ভেবো না, ভাঙবে না বন্ধুত্বটা
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি
ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আর, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনি বলে দিই
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি (ও-ও-ও-ওহ)
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
كلمات أغنية عشوائية
- mikage - burger sauce كلمات أغنية
- isco cruz - another good one gone كلمات أغنية
- secondary nerve - quiet time كلمات أغنية
- stafa - keskity كلمات أغنية
- synonym - samurai tears كلمات أغنية
- deerrfrankenstein - bulletproof ☺️ كلمات أغنية
- xana - 4ever كلمات أغنية
- aviões do forró - ilusão كلمات أغنية
- class_sick - the great reset كلمات أغنية
- culi. - pearl necklace. كلمات أغنية