
topu - alada lyrics
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদা সিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
যেই বলে হুংকারে নীতিবান আমি
কাছ থেকে তাকে দেখে
ভেবো নিজেকে দামি
সেই বলে প্রচারটা চাই না আমি
তবে কিছু লোক যদি চেনে
তবে ক্ষতি কি
আমি তো নই দেখতে
সাদা কালো সাদাসিধা
যেই ভালবেসে আজ জড়িয়ে ধরে
সেই ভালো বুঝে তোমার
ক্ষতিটি ভাবে
তার থেকে তুমি কিছু এগুলে
মুখোরিত সে তোমার অপপ্রচারে
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
যেই বলে সব নাকি
বদলে দেবে
নিজেকে বদলাতে সে ভুলে গিয়েছে
ছুড়বে সে ফাকা বুলি
উচু গলাতে
মুখোশের ফাকে চেহারা টা
দেখিয়ে দেবে
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদাকালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
Random Lyrics
- moddi - haus am meer lyrics
- skitz kraven - dysfunctional lyrics
- ostan stars - kai thatti paadi lyrics
- tigerswan - novocaine lyrics
- autobus (banda) - viaje lyrics
- getinjo - p9 lyrics
- eve - all night long lyrics
- macaroom - the door swung softly lyrics
- glaciation - vers le zéro absolu lyrics
- lonesome wyatt and the holy spooks - a gallant end lyrics