kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

topu & anila - jabe ki chole (duet) كلمات الأغنية

Loading...

মনে রেখেছি, ভেবোনা ভুলে গিয়েছি
স্মৃতি ধরে রেখেছি, খুব যতনে।
তবু বুঝিনি, ভুলেও ভাবিনি
এখানে এখনি, দেখা আবার তোমার আমার।
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।

শেষ দেখাতে, তুমি যেখানে
ছেড়ে গেছো আমাকে, আজও সেখানে।
ভালোবাসাতে তুমি যেভাবে, চেয়েছো আমাকে
রবো সেভাবে, যদি বলি…
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে?
মুখ শান্ত মন হাহাকার
রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।

দুয়ারে দুয়ারে, খুঁজেছি তোমাকে
হারিয়ে বুঝেছি, কে তুমি?
দেখা হলে পরে, যত কথা মনে
বলবো যেওনা এখনি।

ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে ?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...