
timir biswas - qatl e zulfiqar كلمات أغنية
জমেছে গভিরে যত, সবই সময়ের ক্ষত
লালচে সকাল আসে, সবাই যে আহত
ভাংগে ঘর ঈশ্বর
ফাঁকা চোখে চেয়ে থাকে ধূসর পিছু ডাকে
কঠিন অসুখ কঠিন সময় অজানা কালো ভয়
কঠিন অসুখ কঠিন সময় অজানা কালো ভয়
জমেছে গভিরে যত, সবই সময়ের ক্ষত
থেমে গেছে সব যেন অচেনা হাওয়ার কোনো গতি নেই
রক্তের ফোঁটাগুলো জড়ো হয়ে থাকে পরিণতি নেই
থেমে গেছে সব যেন অচেনা হাওয়ার কোনো গতি নেই
রক্তের ফোঁটাগুলো জড়ো হয়ে থাকে পরিণতি নেই
ধারাল নখের আঁচড়ের দাগ,
পুড়ে গেছে সব এসে দেখি এই মোহনায়
মোহনায়
কঠিন অসুখ কঠিন সময় অজানা কালো ভয়
কঠিন অসুখ কঠিন সময় অজানা কালো ভয়
খিড়কি আড়াল থেকে চোখগুলো সরে যায় তাকালে
আমার ভেতরে কেউ শুয়ে ছিল তুমি এসে জাগালে
খিড়কি আড়াল থেকে চোখগুলো সরে যায় তাকালে
আমার ভেতরে কেউ শুয়ে ছিল তুমি এসে জাগালে
ঘুমিয়ে কি আর ব্যথা ভুলা যায়
জেগে থাকি তাই দেখা হোক শেষ সিমানায়
সিমানায়
জমেছে গভিরে যত, সবই সময়ের ক্ষত
লালচে সকাল আসে, সবাই যে আহত
ভাংগে ঘর ঈশ্বর
ফাঁকা চোখে চেয়ে থাকে ধূসর পিছু ডাকে
কঠিন অসুখ কঠিন সময় অজানা কালো ভয়
কঠিন অসুখ কঠিন সময় অজানা কালো ভয়
কঠিন অসুখ কঠিন সময় অজানা কালো ভয়
কঠিন অসুখ কঠিন সময় অজানা কালো ভয়
كلمات أغنية عشوائية
- lily golden - cigarettes كلمات أغنية
- lilith max - born to die كلمات أغنية
- lazywall - blind كلمات أغنية
- arief s. pramono - penantianku كلمات أغنية
- death arcana - confusion (garage demo) كلمات أغنية
- james - hello (orchestral version) كلمات أغنية
- mobi colombo - when the party's over (cover) كلمات أغنية
- pinkpantheress - ocean كلمات أغنية
- lilac boy - world wide web كلمات أغنية
- oliver daldry - home كلمات أغنية