
timir biswas - firbo bolle fera jaay naki (duet) كلمات أغنية
স্তব্ধ এক ঝড়ে ভাঙা গল্পতে
স্বপ্ন হারিয়ে গেলো অল্পতে
জানি সহজে যায় না ফেরা
তবুও ফেরার বিকল্প নেই
স্তব্ধ এক ঝড়ে ভাঙা গল্পতে
স্বপ্ন হারিয়ে গেলো অল্পতে
জানি সহজে যায় না ফেরা
তবুও ফেরার বিকল্প নেই
এভাবেই হয়তো ভেঙে যায় ভুল
কেটে যায় ঘোর, ভেঙে যায় মন
তারপর বাকি কথা জানে শূন্যতা
বোবা চোখে দেখি অন্য জীবন
ফিরবো বললে ফেরা যায় নাকি
হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি
নিজেকে অচেনা লাগে যে আজ আয়নাতে
চেনা মুখ হারিয়েছি মুখোশে
হয়েছি একা নিজেরই দোষে
ফিরে পেতে চাই নিজেকে ফেরার পথে
বোকা আবেগ মেঘ বোনে মনে মন
জমা কান্না বৃষ্টির দিন গোনে
কথা পোড়ে, ছাই ওড়ে, চোখ মোছে পিছুটান
একা থেকে আরও বেশি একা হয়ে
লুকোচুরি খেলা শেষে গেছি ক্ষয়ে
পড়ে আছে অবশেষ একমুঠো অভিমান
এভাবেই হয়তো ভেঙে যায় ভুল
কেটে যায় ঘোর, ভেঙে যায় মন
তারপর বাকি কথা জানে শূন্যতা
বোবা চোখে দেখি অন্য জীবন
ফিরবো বললে ফেরা যায় নাকি
হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি
নিজেকে অচেনা লাগে যে আজ আয়নাতে
চেনা মুখ হারিয়েছি মুখোশে
হয়েছি একা নিজেরই দোষে
ফিরে পেতে চাই নিজেকে ফেরার পথে
كلمات أغنية عشوائية
- css - meeting paris hilton (tradução) كلمات أغنية
- you am i - til the clouds roll away كلمات أغنية
- heinz winckler - can't lose with you كلمات أغنية
- meek, oh why? - billy bounce كلمات أغنية
- richard o'brien - the time warp (music - 1 = background track + u mix) كلمات أغنية
- numero - la vie d'artiste كلمات أغنية
- fangbladee - changes كلمات أغنية
- gianni vezzosi - bugie كلمات أغنية
- chalice of doom - the coin fountain كلمات أغنية
- lexi jayde - baby, it's cold outside كلمات أغنية