
theory of disgust - ek mone كلمات أغنية
Loading...
ঘুমিয়ে পরা রাতে
তারাগুলো একা একা
গান করে
সেই ভাষা বোঝে না কেউ
সেই গান শোনে না কেউ
চোখ বুজে
মাটি চাপা পরা
অবশ দেহগুলো
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
ধোঁয়াশায় মাখা রাতে
কিছু দেহ ঢাকা থাকে
চারপাশে
তার কথা শোনে না কেউ
সেই দেহ দেখে না কেউ
চোখ খুলে
মাটি চাপা পরা
হয়তো তার দুচোখ
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
তোমার দেহ অসার হলো
কল্পনা স্বপ্নের আল্পনা
সব ব্যর্থ হলো
ঘুমিয়ে পরা রাতে
তারাগুলো একা একা
গান করে
সেই ভাষা বোঝে না কেউ
সেই গান শোনে না কেউ
চোখ বুজে
মাটি চাপা পরা
অবশ দেহগুলো
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
ধোঁয়াশায় মাখা রাতে
তারাগুলো একি সাথে
গান গায়
সেই গানে আর্তনাদ
চোখে দেখা অপরাধ
মুক্তি পায়
মাটি চাপা পরা
আরো এক অসার দেহ
আমারি দিকে
চেয়ে থাকে
অসহায়
كلمات أغنية عشوائية
- hercules love affair - it's alright كلمات أغنية
- aidan hawken - tired كلمات أغنية
- katherine jenkins - cymru fach كلمات أغنية
- typical cats - it won't stop كلمات أغنية
- duman - paranoya كلمات أغنية
- bebe winans - my sweet lord كلمات أغنية
- ian sylvia - c.c. rider كلمات أغنية
- shawty lo - million dollar mouth piece كلمات أغنية
- pig destroyer - naked trees كلمات أغنية
- tom petty the heartbreakers - too good to be true كلمات أغنية