
the watson brothers - rong كلمات أغنية
[verse 1]
সুন্দর করে সাজিয়ে দাও
আমার অন্তরে ঢুকে যাও
চোখ বড়ই সাদা_কালো
কেন বলো, কেন বলো
অপেক্ষায় সৃষ্টি মধুর
বৃষ্টির পর রংধনু
[chorus]
রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে নাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবণ কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটিক্ষণ
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে
বন্ধুদের আড্ডার হালে চালে
গভীর প্রেমের অবসরে
সৃষ্টিকর্তার বিশাল বাধা ঘরে
[verse 2]
সুন্দর করে গেয়ে যাও
আমার মনটারে রাঙ্গিয়ে দাও
বিস্বাদ নিরাময় করে
আমার অন্তরে হারিয়ে যাও
[chorus]
রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে নাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবণ কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটিক্ষণ
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে
বন্ধুদের আড্ডার হালচালে
গভীর প্রেমের অবসরে
সৃষ্টিকর্তার বিশাল বাধা ঘরের_
[bridge]
মাঝে আমারই ঠাঁই
এত রং ফেলে কোথা যাই
কোথা যাই
কোথা যাই
কোথা যাই
[chorus]
রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে নাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবণ কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটিক্ষণ
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে (সুন্দর করে গেয়ে যাও)
বন্ধুদের আড্ডার হালে চালে (আমার মনটারে রাঙ্গিয়ে দাও)
গভীর প্রেমের অবসরে (আমার অন্তরে ঢুকে যাও)
সৃষ্টিকর্তার বিশাল বাধা ঘরে
[outro]
সুন্দর করে গেয়ে যাও
আমার মনটারে রাঙ্গিয়ে দাও
আমার অন্তরে ঢুকে যাও
রাঙ্গিয়ে দাও…
كلمات أغنية عشوائية
- hellsesssion & vloneperc - манекены (mannequins) كلمات أغنية
- k e t n e l - i don't want to live كلمات أغنية
- richard mitchley - i h b died august 11th 1898 by william winter كلمات أغنية
- past self - 녹슨칼 (nogseun kal) كلمات أغنية
- de'wayne - forever كلمات أغنية
- franca lai - diggu no! (non, je ne regrette rien) كلمات أغنية
- in theory - heroes كلمات أغنية
- lucky idiot - trouble كلمات أغنية
- tom ferro, angemi & prezioso - friendzone كلمات أغنية
- fragment999 - blackberry كلمات أغنية